আফগান তরুণের বুধবার ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন।
গোড়ালির চোটের জন্য তাঁর দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। বাধ্য হয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। নিজের পায়ে দাঁড়াতে লড়াই করতে হয়েছে। এমনকী, ক্রাচ নিয়েও হেঁটেছেন দীর্ঘদিন। তাঁর ক্রাচ নিয়ে হাঁটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন।
৬ মাসের বেশি সময় ওয়ান ডে ক্রিকেট খেলেননি জাদ্রান। দিন কয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা গিয়েছিল ইব্রাহিম জাদ্রানের রিহ্যাবের।
আফগান তরুণ বুধবার ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন। ইংরেজদের বিরুদ্ধে ১২টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। জাদ্রানের জন্যই আফগানিস্তান ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ৩২৫ রান করে। জবাবে ৩১৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
ম্যাচের সেরা হওয়ার পর কাকে সাফল্য উৎসর্গ করলেন জাদ্রান?
ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন আফগান তারকা। সেখানে তিনি সাফল্য উৎসর্গ করেন দেশবাসীকে। জাদ্রান লিখেছেন, 'বিশেষ একটা জয়। খেলা থেকে এত মাস দূরে থাকা আমার কাছে কঠিনতম চ্যালেঞ্জ ছিল।
কিন্তু আমি আপনাদের সকলকে কথা দিয়েছিলাম যে, আরও শক্তিশালী হয়ে, আরও খিদে নিয়ে, আরও দৃঢ়সংকল্প হয়ে ফিরব। সেই পথেই এক পা বাড়ালাম আজ।'
প্রথম আফগান ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন জাদ্রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের কীর্তি গড়েছিলেন বেন ডাকেট। চলতি টুর্নামেন্টেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাকেটের ১৬৫ রানের রেকর্ড অবশ্য ভেঙে গেল এক সপ্তাহের মধ্যে। ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের জার্সি গায়ে সর্বোচ্চ ১৬২ রান ছাপিয়ে এবার ১৭৭ করলেন জাদ্রান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন