শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

এই স্টকগুলি কেনা থাকলে মুনাফার ইঙ্গিত রয়েছে। দেখুন এই লিনঙ্কে ।।


stock market

 ক্রমাগত পতনের মুখ দেখে চলেছেন ভারতীয় বিনিয়োগকারীরা।

শেয়ার বাজারে হাহাকার নেমেছে। রাহুর গ্রাসে ভারতের বাজার, প্রত্যেকদিনই ধস নামছে। বলা হয়েছে পরপর শেয়ার বিক্রি করছেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে গত এক বছরে বাজারে  যে ব্যাপক হারে মুনাফা দিয়েছে, তাতে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১ লক্ষ কোটি টাকার মূলধন বাজার থেকে তুলে নিয়েছে। আর তাই এই পতন।





Multibagger Textile Stock: শেয়ার বাজারের অবস্থা এখন শোচনীয়। তবে এর মধ্যেও কিছু স্টকে ভাল মুনাফা দিচ্ছে। একটি স্টকে মাল্টিব্যাগার রিটার্ন এসেছে। ৬ বছর আগে এই স্টকে বিনিয়োগ থাকলে তা ৩১ গুণ হয়ে যেত।



এই স্টকগুলি কেনা থাকলে মুনাফার ইঙ্গিত রয়েছে।

1. Vedanta Limited
2. Torent Pharmaceuticals
3. Siemens
4. Wipro



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন