বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নতুন নিয়ম চালু হল আধার কার্ডে , কি নিয়ম জানেন কি ঃঃ জেনে নিন ।।

aadher nanun niyom

 

নতুন নিয়ম চালু হল আধার  কার্ডে , কি নিয়ম জানেন কি ঃঃ জেনে নিন ।।  

আধার কার্ডে নতুন নিয়মে যুক্ত করল সরকার পুরনো নিয়মের সাথে সাথেই নতুন নিয়মে যুক্ত হয়েছে।

এখন থেকে বিভিন্ন পরিষেবা গ্রহণের সময় আধার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র দেখানোর প্রয়োজন নেই। শুধুমাত্র মুখ স্ক্যান করলেই পরিচয় নিশ্চিত হয়ে যাবে।


এই আপডেট পরিষেবা গ্রহণের সময় বয়স্ক ও নিরক্ষর ব্যক্তিদের জন্য বিশেষভাবে সুবিধাজনক হবে এবং সময় বাঁচাবে।





ফেস অথেনটিকেশন কী?


ফেস অথেনটিকেশন  হলো এমন একটি প্রযুক্তি, যা মুখের বায়োমেট্রিক ডাটা ব্যবহার করে পরিচয় যাচাই করে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখ দেখালেই প্রযুক্তি নিশ্চিত করতে পারবে যে আপনি প্রকৃতপক্ষে কে।


আধার কার্ডের ক্ষেত্রে এই পদ্ধতি চালু হওয়ায় এখন পরিচয় যাচাইয়ের জন্য OTP, ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ স্ক্যানের মতো বিকল্পগুলোর উপর নির্ভর করতে হবে না।

আরও জানুন ঃ- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এর ইতিহাস কেমন জানেন কি?? আসুন জানি

এই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা  এবং উন্নত বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করে কাজ করবে। ফলে এটি খুবই নির্ভুল এবং দ্রুততার সঙ্গে তথ্য যাচাই করতে পারবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন