মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

২৬ হাজারের ঘরে উঠবে নিফটি সূচক, ভরসা জোগাচ্ছে ব্রোকারেজ হাউজ।।


২৬ হাজারের ঘরে উঠবে নিফটি সূচক, ভরসা জোগাচ্ছে ব্রোকারেজ হাউজ।।   

বিগত ৫ মাস ধরে পতন অব্যাহত ভারতের শেয়ার বাজারে। এই ধস যেন থামতেই চাইছে না। বিনিয়োগকারীদের সম্পদ নিঃশেষ হয়ে গিয়েছে বাজারে। আশঙ্কার মধ্যে রয়েছেন সকলেই। 

তবে এই কঠিন সময়েও আন্তর্জাতিক ব্রোকারেজ হাউজ সিটি জানিয়েছে যে নিফটি ৫০ আবার এই বছরের মধ্যেই ২৬ হাজারের স্তরে উঠে আসবে। ফলে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য ভাল খবর দিল এই ব্রোকারেজ সংস্থা। 

এই ব্রোকারেজ ফার্ম ভারতের উপর তার আউটলুক আপগ্রেড করে 'নিউট্রাল' থেকে 'ওভারওয়েট' করে দিয়েছে। এর কারণ হল ভারতীয় শেয়ার বাজার আকর্ষণীয় ভ্যালুয়েশনে রয়েছে এবং বাজারের অর্থনীতিতে সংশোধনী এসেছে। সিটি ব্রোকারেজ ফার্ম ভারতীয় শেয়ার বাজারে যে ফের দৌড় শুরু হবে তার বেশ কিছু কারণ জানিয়েছে।


আরও জানুনঃ এই স্টকগুলি কেনা থাকলে মুনাফার ইঙ্গিত রয়েছে। দেখুন এই লিনঙ্কে ।।



 দেশের সমৃদ্ধি সূচককে বাড়ানোর জন্য পরিকাঠামো খাতে নিরন্তর খরচ করে চলেছে। সাম্প্রতিক মুদ্রানীতির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে, আগামী বৈঠকে এই রেপো রেট আরও কমতে পারে বলে জানানো হয়েছে। এমনকী আগামীতে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে এই ব্রোকারেজ ফার্ম।

মার্কিন কর আরোপের হুমকির আবহে আভ্যন্তরীণ বেশ কিছু কারণে ভারতের অর্থনীতি এখন সঙ্কটের মুখে আর তাই এখন বাজারে ক্রমাগত সেল অফ দেখা যাচ্ছে, অনিশ্চয়তার মুখে রয়েছে বাজার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন