চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এর ইতিহাস কেমন জানেন কি?? আসুন জানি
২০০২ সালে এই ট্রফির নাম পরিবর্তন করে চ্যাম্পিয়ন্স ট্রফি করা হয়। তার পূর্বে এই টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নক আউট ট্রফি। এই প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। ভারতীয় দল কিন্তু গত বারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট।
সেবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যর দৌরাত্ম্য সত্ত্বেও পরাজিত হয়েছিল ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়া কিন্তু দুই দুইবার এই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে। আটটি সংস্করণের মধ্যে আরও চারবার ফাইনালে এসে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে ভারতকে।
গত বছর গুলিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এর ইতিহাস দেখুন ঃ-
বর্ষ | জয় |
১৯৯৮ | দক্ষিন আফ্রিকা |
২০০০ | নিউজিল্যান্ড |
২০০২ | ভারত |
২০০৪ | ওয়েস্ট ইন্দিস |
২০০৬ | অস্ট্রেলিয়া |
২০০৯ | অস্ট্রেলিয়া |
২০১৩ | ভারত |
২০১৭ | পাকিস্তান |
২০১৭- শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পৌঁছলেও পরাজিত হয় ভারত। ম্যাচে ফখর জমানের সেঞ্চুরি পার্থক্য গড়ে দেয়। যশপ্রীত বুমরার এক নো বলে ফখর আউট হয়েও জীবনদান পান। হার্দিক চেষ্টা করলেও, ব্যাটিং ব্যর্থতায় শেষমেশ ১৮০ রানে হারে ভারতীয় দল। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে পাকিস্তান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন