আবারো কুমির হামলায় মৃত্যু ইন্দোনেশিয়াতে
বুধবার ইন্দোনেশিয়ার পূর্বকূলে মালকো দ্বীপপুঞ্জের কোয়ালি গ্রাম থেকে কুমির হামলার ঘটনার কথা সামনে আসে । জানিয়ে গিয়েছে মঙ্গলবার সকালে ৫৪ বছর বয়সি হালিমা নামক এক মহিলা গ্রামের নদীতে স্নান করতে যান। সাঁতার কাটার ফাঁকে তিনি ঝিনুকের খোঁজ করছিলেন সেই সময় তার উপর হামলা করে কুমিরটি।
হালিমার প্রতিবেশী ইলিয়াস জানিয়েছেন বেলা অনেক হলেও ফিরছিলেন না হালিমা। তারপর তার পরিবার এবং আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। নদীর পাড়ে চপ্পল দেখেন হালিমা। তারপর তড়িঘড়ি করে খবর দেওয়া হয় পুলিশকে নদীতে তল্লাশি চালাতে গিয়ে খোঁজ মেলে কুমিরের। তখন হালিমার মৃত দেহটি কুমিরে খাচ্ছিল। এরপর গুলি করে হত্যা করা হয় কুমিরটিকে। সবাই মিলে মৃত কুমিরটিকে ডাঙ্গায় তোলে এবং পেট কেটে বার করা হয় হালিমার মৃতদেহকে।
আরও জানুন ঃ- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ক্রমশ বাড়ছে প্রতিবাদের ঝাঁজ।
এই প্রথম নয় , এর আগেও অনেকবারই কুমির হামলার ঘটনার কথা সামনে আসে ইন্দোনেশিয়ায় এলাকা থেকে।
এর একটা কারণ ইন্দোনেশিয়ার নোনা জলে বৃহদাকার কুমির পাওয়া যায় প্রাপ্তবয়স্ক পুরুষ কুমিরের দৈর্ঘ্য হয় প্রায় ৭ মিটার গোটা পৃথিবীতে প্রায় ২ লক্ষ নোনা জলের কুমির রয়েছে তার মধ্যে বেশিরভাগই রয়েছে ইন্দোনেশিয়াতে।
গত এক দশকে ১০০০ এর বেশি কুমির হামলার ঘটনার কথা সামনে এসেছে এর মধ্যে প্রায় ৪৫০ জন মানুষ মারা যাওয়ার খবরও এসেছে।
হালিমাকে যে কুমিরটি ধরে নিয়েছিল জানা যাচ্ছে যে সেটি একটি বিরল প্রজাতির কুমির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন