কলকাতাঃআর জি কর আন্দোলনে সমর্থকদের ছাড়াতে রাতেই লালবাজারে উপস্তিত কল্যাণ চৌবে।।
আর জি কর আন্দোলনে এবার পথে নেমেছে কলকাতার প্রধান তিনটি দল এর সমর্থকরা। ১৮ আগস্ট, রবিবার ছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ। যে ম্যাচে প্রায়ই দেখা যেত একটা টিমের দর্শকরা অন্য দর্শকদের উপর চড়াও হয় সেখানে ১৮ তারিখের এই ম্যাচে দুটি টিমের দর্শকদের একটা স্বর একতা করেছে সেটি হল "দুটি টিমের একই স্বর জাস্টিস ফর আর জি কর"।
কিন্তু প্রশাসন এই ১৮ তারিখের ম্যাচ বাতিল করে দেয় কারণ হিসেবে বলা হয় যে খেলা হলে দ্বন্দ্ব হতে পারে।রবিবার বিকাল সাক্ষী থেকেছে এক বিরাট প্রতিবাদের। যেখানে একসঙ্গে, একজোট বেঁধে আর জি করের নির্যাতিতার হয়ে ন্যায়বিচার হয়ে গর্জে উঠেছিলেন কলকাতা। সেই প্রতিবাদ থামাতে বিকেলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিবাদ জানিয়ে কয়েকজনকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে নেওয়া সম্ভব হলেও, জনা ছয়েক সমর্থক আটক ছিলেন। সেই সমর্থকদের ছাড়াতে রাতেই লালবাজারে উপস্থিত হয়েছিলেন কল্যাণ চৌবে ।
কল্যাণের দাবি পুলিশ রাতে এই সমর্থকদের লকআপেই রেখে সোমবার আদালতে তোলার পরিকল্পনা করছিল। তবে তিনি তা আটকান । সমর্থকদের ছাড়িয়ে আনার কথা নিজের সোশ্যাল মিডিয়া মারফত সকলকে জানান কল্যাণ। ফেডারেশন সভাপতি লেখেন, 'সদ্যই লালবাজারে পুলিশের প্রধান কার্যালয় থেকে আমাদের সমর্থকদের বেল করিয়ে নিয়ে ফিরছি। ওরা যাতে পুলিশ স্টেশনে রাতা কাটানোর যন্ত্রণার মধ্যে দিয়ে না যায়, সেটা সুনিশ্চিত করেছি'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন