বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধ ঘিরে চরম উত্তেজনা ছাড়ালো মালদায়।
গতকাল নবান্ন অভিযান গিয়ে তুলকালাম ও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় এরপর আজ বিজেপি 12 ঘন্টার বাংলা বন ডেকেছিল সকাল ছয়টা থেকে বন শুরু হয়েছে। যদিও কোন কিছু বন্ধ হবেনা সবকিছুই খোলা থাকবে একথা জানান রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি জানাই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি ঢাকা ১২ ঘন্টা বাংলা বন্ধ ঘিরে চরম উত্তেজনা ছাড়ানোর মালদায় বিজেপি ও তৃণমূলের মিছিল নিয়ে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়ে ওঠে মালদায় পুলিশের সামনে একে অপরের সঙ্গে ঠেলাঠেলিতে ও ধস্তাধস্তিতে জড়ায়।
মালদার পুরাতন বাজার বুলবুলি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করে বিজেপির সমর্থকরা সেই সময়। উল্টো দিক থেকে তৃণমূলের কর্মী সমার্থক রা মিছিল করে আসছিল ।
বুলবুলি মোর এলাকায় সামনে আসতে তৃণমূল ও বিজেপির কর্ম সমর্থকরা সামনাসামনি ধাক্কাধাক্কি শুরু করে যদিও ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি সামাল দেওয়ার জন্য আগের থেকেই পুলিশ মোতায়ন করা ছিল। শেষে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন