এবার মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের উপর।
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গোটা দেশ যখন উদ্যান এমনকি দেশ তথা বিদেশেও জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। এবার সেই কান্ডের প্রতিবাদ করতে গিয়ে হুমকি সম্মুখীন হয়। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।
জুনিয়র চিকিৎসকদের এমনও হুমকি দেওয়া হয়েছে কলেজের হোস্টেল থেকে বহিষ্কার করা হবে জুনিয়র চিকিৎসকদের।
আরও পড়ুনঃপ্যারিস প্যারালিম্পিকে ভারত তার 84 জন খেলোয়াড়ের বৃহত্তম দল পাঠিয়েছে ।
এই ঘটনার পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা চিঠি লেখেন অধ্যক্ষকে তারা বলেন যে যদি অবিলম্বে এই বিষয়ে পূর্ণ পদক্ষেপ না নেয়া হয় তাহলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে এবং পুলিশের কাছে এফ আই আর দায়ের করবে বলে জানিয়েছে।
যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের টি এম সি পি ইউনিট তাদের নেতৃত্বের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন