আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ক্রমশ বাড়ছে প্রতিবাদের ঝাঁজ।
'তিলোত্তমা'-কে নৃশংসভাবে খুনের বিচার চেয়ে সোমবার অভিনব প্রতিবাদ জানালেন বাঁকুড়ার সরকারি কর্মচারী, চিকিৎসক, শিক্ষক ও বুদ্ধিজীবীরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে বিশাল মিছিল হল। মিছিলের মধ্যেই দেখা গেল রাস্তায় জায়গায় জায়গায় হাতে স্টেথোস্কোপ নিয়ে শুয়ে পড়ছেন প্রতিবাদী এক তরুণী।
তদন্তকারীরা কোনও খুনের ঘটনায় যেভাবে মৃতদেহের চারিদিকে চিহ্নিতকরণের ছবি এঁকে দেন। সেভাবেই রাস্তার মোড়ে মোড়ে শুয়ে পড়ার পর প্রতিবাদী তরুণীর দেহের চারিদিকে এঁকে দেওয়া হল রক্তাক্ত তিলোত্তমার প্রতীক। তবে সোমবারের মিছিল থেকে শুধু তিলোত্তমার খুনিদের শাস্তি চাওয়াই নয়, আরজি কর কাণ্ডকে ধামাচাপা দিতে যারা সক্রিয় ছিল তাদেরও বিচারের দাবি জানানো হয়।
সোমবার দুপুরে ডাঃ কুণাল সরকার ও ডাঃ সুবর্ণ গোস্বামীকে তলব করার প্রতিবাদে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে লালবাজার পর্যন্ত যাওয়ার কর্মসূচি ছিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চের। সেই মিছিলকে আগেই আটকে দেওয়া হয়। এবার আরজি কর কাণ্ডের বিরুদ্ধে অভিনব উপায়ে প্রতিবাদ জানানো হল বাঁকুড়ায় ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বাইরে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর সময় সাধারণ মানুষকে বিনামূল্যে আউটডোর পরিষেবা দিতে দেখা গেল বিক্ষোভরত চিকিৎসকদের। সোমবার দিল্লিতে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছিলেন দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের বিক্ষোভের কারণে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রেখেছিলেন তাঁরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন