বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

আর কয়েকদিন পরে কোপা আমেরিকা শুরু এর মধ্যেই ফুটবলের যুবরাজ লিওনেল ম্যাচের অবসরের ইঙ্গিত।

lional messi

 আর কয়েকদিন পরে কোপা আমেরিকা শুরু এর মধ্যেই ফুটবলের যুবরাজ লিওনেল ম্যাচের অবসরের ইঙ্গিত। 

কয়েক বছর আগে তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছিল বলা হয়েছিল ক্লাবে জার্সিতে তিনি সফল হলেও দেশের হয়ে তেমন কিছু জেতাতে পারেন না । 

 কিন্তু সে প্রশ্নের আর জোর নেই কারণ ইতিমধ্যে তিনি কোপা আমেরিকা ও বিশ্বকাপ সবই জিতে নিয়েছেন । ইতিমধ্যে লিওনেল মেসি দেশের হয়ে ১৮০ টি ম্যাচ খেলে ফেলেছেন তার মধ্যে ১০৬ টি গোল করেছেন এবার দেখাবে তিনি এবার আর্জেন্টিনাকে নাগারে তৃতীয় টুর্নামেন্টে খেতাব দিতে পারবে কিনা সে আবার কোথায় আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

 অনেকের মনে হয়েছে এটাই হয়তো আন্তর্জাতিক টুর্নামেন্টে মেসির শ্রেষ্ঠ টুর্নামেন্ট। 


আরও জানুন ঃ- মাত্র ১১১ লক্ষ্য, আর তা তুলতে গিয়েই কি না থরহরিকম্প ভারতীয় ব্যাটিংয়ের। 

এত জল্পনা কল্পনা জল ঘোলার মধ্যে দিয়ে মুখ খুললেন স্বয়ং লিওনেল মেসি স্পষ্ট জানিয়ে দিলেন এখনো তার ফুটবলকে বিদায় জানানোর কোন পরিকল্পনা নেই ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসি বলেন আমি ফুটবলকে বিদায় জানানোর জন্য প্রস্তুত নয় গোটা জীবনে শুধু ফুটবলকেই ভালোবেসেছি এবং অনুশীলনী আমি উপভোগ করি। এর পাশাপাশি তিনি বলেন যে ইন্টারমা আমি তার শেষ ক্লাব হতে চলেছে। 

আরও জানুন ঃ- NEET দিতে হবে আবার ঘোষণা শীর্ষ আদালতের , কিন্তু কারা এই পরীক্ষায় বসতে পারবে ...।

টেলিগ্রাম লিঙ্ক ঃ- ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন