রবিবার, ৯ জুন, ২০২৪

সুনীল এর পর ভারতীয় অধিনায়ক কে হবে , শক্তিশালী দল কাতারের বিরুদ্ধে কে করবেন অধিনায়কত্ব ।।

 







india football team

 আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি। কাতারের বিরুদ্ধে ম্যাচে ভারত পাবে না সুনীল ছেত্রীকে । তাঁর পরিবর্তে কাতারের বিরুদ্ধে অন্য কাউকে অধিনায়ক হিসাবে বেছে নিতেই হতো ভারতকে। 


কুয়েতের বিরুদ্ধে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল ভারত । ফিফা বিশ্বকাপের  যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে হলে  হারাতে হবে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল কাতারকে। তাও আবার তাদের ঘরের মাঠে গিয়ে।  ড্র করলেও ভারতের সুযোগ থাকবে। সেটাও সহজ কাজ নয় বলেই ধারণা ফুটবল মহলের। আর সেক্ষেত্রে অপেক্ষা করে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।



রবিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল। শনিবার গভীর রাতে দোহায় পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা ১৫-তে জাসিম বিন হামাদ স্টেডিয়ামে  কাতারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের।

কাতার ম্যাচের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছেন ভারতীয় দল হেড কোচ ইগর স্তিমাচ । সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু । 

রানাওয়াডে, লালচুংনুঙ্গাকে নিয়ে স্তিমাচ বলেছেন, 'দুজনকেই দলে রেখে আমি খুশি ছিলাম। ভবিষ্যতের কথা ভেবে দুজনের খেলা নিয়েই পরিশ্রম করেছি। ওদের ছেড়ে দেওয়ার আগে ভাল কথা হয়েছে। ওরা জানে পরের মরশুমের আগে ওদের কোন কোন দিকগুলিতে উন্নতি করতে হবে। আমি আশা করছি ওরা দুজনে আরও শক্তিশালী হয়ে ফিরবে পরের মরশুমে।'


আরও জানুন ঃ-আবারো বিধ্বংসী জয় আফগানিস্তানের এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন প্রায় আগুনের গোলা হয়ে ফিরে এসেছে আফগানিস্তানের খেলোয়ারা ।।

 ৩২ বছরের ফুটবলার জাতীয় দলের হয়ে ৭১টি ম্যাচ খেলেছেন। সুনীলের পর তিনিই সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার।ভারতিও দলের কোচ  স্তিমাচ বলেছেন, 'সুনীল ও সন্দেশের পাশাপাশি গুরপ্রীত গত পাঁচ বছর ধরে আমাদের অধিনায়কই। তাই খুব স্বাভাবিকভাবেই ও দায়িত্ব নেওয়ার জন্য অন্যতম সেরা মুখ।'

সুনীলের পর গুরপ্রীতই অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন