মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

T20 World Cup 2024 কারা গেল সুপার এইটে এবং কাদের সঙ্গেই বা পরবর্তী ম্যাচ আছে জানুন।


T20 World Cup 2024 কারা গেল সুপার এইটে এবং কাদের সঙ্গেই বা পরবর্তী ম্যাচ আছে জানুন। 


টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ শুরু থেকেই জমজমাটি  মনোভাব নিয়ে খেলা শুরু হয়েছে । প্রত্যেকটি খেলায় সব অপ্রত্যাশিত স্কোর। এবং নতুন দলের নতুন পারফরমেন্স এসবই মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ২০ দল নিয়ে তবে কোয়ালিফাই হবে মাত্র আটটি ৪টি গ্রুপ থেকে দুটি দুটি করে মোট মোট আটটি দলকে বেছে নেওয়া হবে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ গুলি খেলার জন্য কারা আছে পরবর্তীতে।।


আরও জানুন ঃ- NEET দিতে হবে আবার ঘোষণা শীর্ষ আদালতের , কিন্তু কারা এই পরীক্ষায় বসতে পারবে ...।

সুপার এইটের দলগুলিকে আবার দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ঃ

Group 1- ভারত , অস্ট্রেলিয়া , আফগানিস্তান  , বাংলাদেশ


Group 2- USA , ইংল্যান্ড , ওয়েস্ট ইন্ডিজ ,দক্ষিণ আফ্রিকা 


ভারতের সুপার এইটের ম্যাচ-

২০ জুন : ভারত বনাম আফগানিস্তান, কেনসিংটন ওভাল, বার্বাডোজ, ভারতীয় সময় রাত ৮টা।

 ২২ জুন : ভারত বনাম বাংলাদেশ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া

২৪ জুন :  ভারত বনাম অস্ট্রেলিয়া, ড্যারেন স্য়ামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া,


ক্রিকেটপ্রেমীদের নজর থাকছে নজির গড়া  টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন