NEET NEWS :-
কেন্দ্র সরকার সুপ্রিম কোর্ট কে জানিয়েছে যে পরীক্ষার ১৫৬৩ জনের বেশি ছাত্রছাত্রীকে সময় অপচয়ের ক্ষতিপূরণ হিসেবে যে গ্যাস নম্বর দেয়া হয়েছিল তা খতিয়ে রাখার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে।।
পরীক্ষা এই যে ১৫৬৩ জন পরীক্ষার্থী পুনরায় পরীক্ষা দিতে পারবে তবে তাদের প্রাপ্ত নম্বর যোগ হবে বৃহস নম্বর ছাড়াই আরো জানান যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ জমা করা সমস্ত ফাইল একসঙ্গে ট্যাগ করা হবে এবং আগামী ৮ই জুলাই চূড়ান্ত মামলার রায় ঘোষণা করা হবে ।
আদালত আরো জানিয়েছে যে এই যে ১৫৬৩ জন পরীক্ষার্থীর গার্স নম্বর বাতিল করবে তাদের আবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন এবং কেউ যদি পরীক্ষায় বসতে না চায় তবে তাদের বর্তমান নাম্বার থেকে নম্বর বাদ দেওয়া হবে।
আরও জানুন ঃ- মাত্র ১১১ লক্ষ্য, আর তা তুলতে গিয়েই কি না থরহরিকম্প ভারতীয় ব্যাটিংয়ের।
কারা এই পরীক্ষায় বসতে পারবে ??
২৩শে জুন যে পরীক্ষাটির হবে সেই পরীক্ষায় ফল প্রকাশ করা হবে কাউন্সেলিং শুরু হওয়ার আগে অর্থাৎ একই জুলাইয়ের মধ্যে তবে কেন্দ্রে স্পষ্ট করে জানিয়েছে যে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে বিলম্ব হওয়ার কারণে জোস নম্বর দেওয়া হয়েছে কেবল তারাই এই পরীক্ষায় দেওয়ার সুযোগ পাবে।
আইনজীবী বালাজি বলেছেন "নম্বর বাতিল এবং নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারে আদালতের যে ঘোষণা এটা তিনি সন্তুষ্ট হয়েছেন"।
তবে অন্যদিকে বিরোধীপক্ষের আইনজীবী সাঁই দীপক প্রশ্ন তুলেছে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বিলম্ব হওয়া সত্বেও আর দেওয়াতে অভিযোগ জানাননি তারা কি সুবিচার পাবেন না সাই দীপক আদালতে জানিয়েছেন যে সারাদেশের মধ্যে সারাটি এমন পরীক্ষা কেন্দ্র রয়েছে যেখানে এমন বিলম্বের অভিযোগ উঠেছে এই সমস্ত পরীক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের জন্য একটি প্রিন্ট খোলা রাখা দরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন