কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারার অভিযোগে এবার গ্রেফতার করা হল কুলবিন্দর কউরকে। চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যরত মহিলা CISF জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মাণ্ডির BJP সাংসদ। তাঁকে ডিউটি থেকেও সাসপেন্ড করা হয়েছে।
মাণ্ডি আসন থেকে সদ্য BJP-র টিকিটে জয় পেয়েছেন কঙ্গনা রানাউত। অভিনেত্রী রাজনীতিবিদকে চড় মারার মাশুল গুণতে হল কুলবিন্দর কউরকে। সাংসদকে শারীরিক হেনস্থা, গালাগাল করার মতো অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় হস্তক্ষেপ করেছেন মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা।
পঞ্জাবের কৃষক পরিবারের মেয়ে কুলবিন্দর পেশায় CISF জওয়ান হলেও তাঁর মধ্যে বরাবরই প্রতিবাদী সত্তা রয়েছে। তাঁর মা নিজে কৃষক আন্দোলনে শামিল হয়ে দিল্লিতে ধরনা দিয়েছিলেন। তিন কৃষি বিল প্রত্যাহারের দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন।
বছর তিনেক আগে কঙ্গনা রানাউত সে প্রসঙ্গে বলেছিলেন, 'কৃষক
আন্দোলনের জন্য পঞ্জাবের মহিলাদের ১০০ টাকায় কেনা হয়েছে।' সেই রাগের বশেই
চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত মহিলা জওয়ান বৃহস্পতিবার মাণ্ডির সাংসদকে
হাতের নাগালে পেয়ে ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে না পেরে সপাটে চড় কষিয়ে দেন বলে
অনুমান করা হচ্ছে। তৎক্ষণাৎ স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয় কুলবিন্দরের
বিরুদ্ধে।
কুলবিন্দর কউর বলেন, 'উনি একটা বিবৃতি দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, কৃষকরা ১০০ টাকার লোভে আন্দোলনে বসেছে। তিনি কি নিজে গিয়ে সেখানে বসবেন? আমার মা সেখানে ছিলেন। কৃষকদের সঙ্গে তিনি আন্দোলনে সামিল হন।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন