শুক্রবার, ১৪ জুন, ২০২৪

ইউরো কাপে শনিবার স্পেন-ক্রোয়েশিয়া জমজমাট লরাই , কোথায় দেখবে ।।

 




 জার্মানির সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ সংখ্যক ইউরো জয়ের নজির রয়েছে লা রোহাদের। জার্মানি ও স্পেন - দুই দেশই তিনবার করে জিতেছে ইউরো কাপ। 

শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ন'টায় ফুটবলে ইউরোপ সেরার যুদ্ধে নামছে স্পেন। 

ইউরো কাপের আগে দুরন্ত ছন্দে স্পেন।  প্রস্তুতি ম্যাচে অ্যান্ডোরাকে ৫-০ গোলে ও নর্দার্ন আয়ার্ল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে। 



অন্যদিকে রয়েছে ক্রোয়েশিয়া। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ। জ্লাতকো দালিচের দলের অধিনায়ক  মদ্রিচ। সব মিলিয়ে পঞ্চমবারের জন্য ইউরো কাপে প্রতিদ্বন্দ্বিতা করছে ক্রোয়েশিয়া। 

গত সপ্তাহে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের মনে নতুন করে আশার সঞ্চার করেছেন ক্রোটরা। ক্রোয়েশিয়া যে এবারের ইউরো কাপে অন্যতম ফেভারিট, মেনে নিচ্ছেন ফুটবল পণ্ডিতরাও।


আরও জানুন ঃ- আর কয়েকদিন পরে কোপা আমেরিকা শুরু এর মধ্যেই ফুটবলের যুবরাজ লিওনেল ম্যাচের অবসরের ইঙ্গিত।

তবে স্পেনের সঙ্গে শেষ দুবারের সাক্ষাতে মধুর কোনও স্মৃতি হয়নি ক্রোয়েশিয়ার। ২০২০ সালে ৫-৩ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছিল স্পেন। গত বছর দুই দলের ম্য়াচ গোলশূন্যভাবে শেষ হয়। 


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?

ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার  ও  স্মার্টফোনেও দেখতে পাবেন  সোনি লিভ মোবাইল অ্যাপে ।                  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন