আকাশ থেকে খসে পড়ল রকেটের অংশ বিশেষ। তার পর তীব্র শব্দে বিস্ফোরণ ঘটল। চিনের বসতি এলাকায় ঘটল এই ঘটনা, যা ক্যামেরাবন্দি করেছেন সেখানকার বাসিন্দারা। মহাকাশে পাঠানো হচ্ছিল রকেটটিকে। উড়ানের কিছুক্ষণ পরই তার অংশ বিশেষ খসে পড়ে বলে জানা গিয়েছে।
আকাশ থেকে হলুদ ধোঁয়ার একটি রেখা দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসছে, যার অগ্রভাগে রয়েছে রকেটের অংশ। বাড়িঘর, গাছপালার মধ্যেই আছড়ে পড়ে রকেটের ওই অংশ এবং বিস্ফোরণ ঘটে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রকেটটিকে আকাশ থেকে নেমে আসতে দেখেই ছুটতে শুরু করেন লোকজন এবং ছোটরা।
চিন এবং ফ্রান্স মিলে শনিবার Long March 2-C রকেটটি উৎক্ষেপণ করে। শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ভোর ৩টে নাগাদ স্পেস ভেরিয়েবল মনিটর মহাকাশযানের সঙ্গে সেটির উৎক্ষেপণ হয়। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই তার কিছুটা অংশ খসে পড়ে দেশের বসতি এলাকায় এবং তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে।
চিনের National Space Administration জানিয়েছে, গামা রে-র বিস্ফোরণ থেকে মহাজাগতিক বস্তুসমূহ নিয়ে গবেষণা চালাবে Long March 2-C মহাকাশযানটি। মহাকাশ সম্বন্ধীয় গবেষণার পথও আগামী দিনে এতে প্রশস্ত হবে বলে দাবি চিনা বিজ্ঞানীদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন