বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

সুনীল ছেত্রীর শেষ ম্যাচে ফুটবল জগতের অন্যতম সংস্থা ফিফার সম্বর্ধনা ।।

sunil chattri

 

সুনীল ছেত্রীর শেষ ম্যাচ কেমন হতে চলেছে।

৬ জুন ভারত বনাম কুয়েতের মধ্যে ম্যাচ হতে চলেছে আজ সন্ধ্যে সাতটায়। এই খেলা কারো কাছে সাধারণ হতে পারে কিন্তু একজন ফুটবল প্রেমিকের কাছে খুব গুরুতর এবং বেদনাদায়ক একটি ম্যাচ। 

কারণ ভারতের অন্যতম খেলোয়াড় সুনীল ছেত্রী যিনি ভারতের ফুটবলকে এক অন্য জায়গায় নিয়ে গিয়ে ছে। সেই সুনীল ছেত্রী শেষ ম্যাচ খেলবে আজকে কলকাতার মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে যেখানে তার আন্তর্জাতিক শেষ ম্যাচ বলে তিনি জানিয়েছেন। 

কিছুদিন আগে হঠাৎ সুনীল ছেত্রী তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘোষণা করে যেটি ছিল ভারত বনাম কুয়েতের মধ্যে। সুনীল ছেত্রী তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫১ তম ম্যাচ খেলতে চলেছে আজ। 



তার এই বিদায় বেলায় ফুটবল জগতের অন্যতম সংস্থা ফিফা তাকে করে একটি পোস্ট করে instagram যেখানে ছবিতে দেখা যাচ্ছে একটা যুবক তার সাথে কিছু ছোট ছোট বাচ্চা যুবকের গায়ে ভারতের নীল রঙের জার্সি হাতে একটি ফুটবল এবং সামনে ভারতের পতাকা যেটি দ্বারা বুঝানো হয়েছে যে ভারতীয় ফুটবলের একজন অনুপ্রেরণা হয়ে উঠেছে এই সুনীল ছেত্রী। 

আরও জানুনঃ- কলকাতা নাইট রাইডার্সের এই তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের চুপিসারে বিয়েটা সেরে ফেলেছেন, কাকে করলেন বিয়ে...।


লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর ভারতের উজ্জ্বল নক্ষত্র সুনীল ছেত্রীর গোল সংখ্যা। 

সুনীল ছেত্রী আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলের দিক থেকে তৃতীয় নম্বরে অবস্থান করছে। তার ১৫০ টি ম্যাচে ৯৪ টি গোল। 

কিন্তু হঠাৎই সুনীল ছেত্রীর এই অবসর নেওয়ার কারণ কেউই বুঝতে পারছে না।

সুনীল ছেত্রী বিদায় বেলায় কেমন কাটবে? আজ সন্ধ্যায় সেদিকে লক্ষ্য সবারই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন