বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

মাত্র ১১১ লক্ষ্য, আর তা তুলতে গিয়েই কি না থরহরিকম্প ভারতীয় ব্যাটিংয়ের।


  মাত্র ১১১ লক্ষ্য, আর তা তুলতে গিয়েই কি না থরহরিকম্প ভারতীয় ব্যাটিংয়ের। 

সৌরভ নেত্রাভালকরের বলে বিরাট কোহলি শূন্য রানে উইকেটের পিছনে খোঁচা দিয়ে ড্রেসিংরুমে। ৩ রানে শেষ রোহিত শর্মার জারিজুরি।  ১৮ রানে দাঁড়িয়ে থাকা ঋষভ পন্থের মিডল স্টাম্প যেভাবে আলি খান দু'টুকরো করে দিলেন, দেখলে শিউরে উঠবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। 


আরও জানুন ঃ- শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের প্রাক্তন কোচ টি কে চাতুনি।

প্রথম ওভারেই জোড়া ধাক্কা অর্শদীপ সিংহের। পাওয়ার প্লে-তেই আমেরিকার ব্যাটিংয়ের কোমর ভেঙে দেওয়া। ৬ ওভারের শেষে আমেরিকার স্কোর দাঁড়িয়েছিল ১৮/২। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আমেরিকার সর্বনিম্ন।

 টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এটাই পাওয়ার প্লে-তে কোনও দলের তোলা সর্বনিম্ন রানের নজির। ভেঙে গেল ২০১৪ বিশ্বকাপে মীরপুরে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ়ের তোলা ২৪/০ রেকর্ড। 




 নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির যে ক্রিকেট স্টেডিয়ামকে বলা হচ্ছে ব্যাটারদের বধ্যভূমি, যেখানে ১১৯ রান করেও পাকিস্তানের মতো প্রবল প্রতিপক্ষকে হারিয়েছে ভারত, সেই মাঠে আমেরিকা প্রথমে ব্যাট করে তুলল ১১০/৮। 


আমেরিকার বিরুদ্ধে কঠিন পিচে শেষ পর্যন্ত ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন সূর্যকুমার যাদব।  ৪৯ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেললেন স্কাই।

 টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশতম হাফসেঞ্চুরি। তাঁকে সঙ্গত করলেন শিবম দুবে। আগের ম্যাচে লোপ্পা ক্যাপ ফেলে প্রবল সমালোচিত হন। এদিন বল করেও ব্যর্থ। ব্যাট হাতে অবশ্য ৩৫ বলে অপরাজিত ৩১ রান করে দলকে ম্যাচ জেতালেন। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত। পৌঁছে গেল সুপার এইটে।


Our Telegram:- click hare

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন