দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রইসির হেলিকপ্টার ।
তিনটি হেলিকপ্টারের কনভয়ের একটিতে তিনি যাচ্ছিলেন। সেটি দুর্ঘটনার মুখে পড়েছে। ইরানের পূর্ব আজেরবাইজান প্রদেশ থেকে তিনি যাচ্ছিলেন। সংশ্লিষ্ট স্টেট টিভির খবর, ইরানের রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত জোলফার কাছে দুর্ঘটনাটি ঘটে।
এখনও পর্যন্ত যেটা জানা গেছে তাতে, ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমিরাবদোল্লাইয়া ও আয়াতুল্লা মহম্মদ আলি অল হাশিম ইরানের প্রেসিডেন্ট সঙ্গে একই হেলিকপ্টারেই ছিলেন। অপর একটি হেলিকপ্টারে ছিলেন সেদেশের বিদ্যুৎমন্ত্রী আলি আকবর মেহেরবান এবং আবাসন ও পরিবহনমন্ত্রী মেহেরদাদ বাজরপাশ।
ঘটনার প্রসঙ্গে ইরানের (Iran) অভ্যন্তরীণ মন্ত্রী আহমেদ ভাহিদি বলেন, "সম্মানীয় রাষ্ট্রপতি এবং কোম্পানি কয়েকটি হেলিকপ্টারে চড়ে ফেরার পথে ছিলেন এবং খারাপ আবহাওয়া ও কুয়াশার কারণে একটি হেলিকপ্টার অবতরণ করতে বাধ্য হয়। ওই এলাকায় একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে । কিন্তু, ওখানে খারাপ আবহাওয়ার কারণে এবং কুয়াশাচ্ছন্ন থাকায় সংশ্লিষ্ট হেলিকপ্টারের কাছে পৌঁছতে তাঁদের সময় লেগে যেতে পারে।"
রবিবার আজেরবাইজানের প্রেসিডেন্ট ইলহ্যাম আলিয়েভের সঙ্গে একটি বাঁধের উদ্বোধন করতে আজেরবাইজান গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। Aras নদীর উপর উভয় দেশের তত্ত্বাবধানে নির্মিত তৃতীয় বাঁধ এটি।
জানা গেছে, দেশের মধ্যে একাধিক হেলিকপ্টার ওড়ে ইরানে। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে তাদের যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে ওঠে। এর সামরিক বিমান বহরও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের।
আরও জানুনঃ-করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা পৃথিবীতে।
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধানে উদ্ধারকারী বাহিনীর ব্যাপক প্রচেষ্টা:
রেড ক্রিসেন্ট উদ্ধার বাহিনী, সামরিক ও আইন প্রয়োগকারী সহায়তা বাহিনী সহ, দুর্ঘটনার রিপোর্টের শুরু থেকেই রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পেতে ব্যাপক অভিযান শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে হেলিকপ্টারটির অবস্থা এখনও জানা যায়নি।
প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং তাবরিজের জুমার নামাজের ইমাম এবং পূর্ব আজারবাইজানে সুপ্রিম লিডারের প্রতিনিধি আয়াতুল্লাহ আল-হাশেমি। . .
জনাব মাহরাবিয়ান এবং বাজরপাশ, জ্বালানি ও সড়ক মন্ত্রী, যারা অন্যান্য হেলিকপ্টারে উপস্থিত ছিলেন, নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছেছেন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার দূর্ঘটনাকবলিত হয়েছে। হেলিকপ্টারটিতে আরোহী হিসেবে প্রেসিডেন্ট রইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী, তাবরিয প্রদেশের জুমুআর নামাযের ইমাম পূর্ব আযারবাইজান প্রদেশের গভর্ণর এবং আরো কয়েকজন ছিলেন।
কুয়াশা এবং খারাপ আবহাওয়া পরিস্থিতির কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী হেলিকপ্টারের ক্র্যাশ সাইটের অবস্থান জানা গেছে এবং উদ্ধারকারী দল সেখানে ছুটে যাচ্ছে।
আযারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে ফিরে আসছিলেন ইব্রাহিম রইসি ও তার হেলিকপ্টারের বহর। বহরের তিনটি হেলিকপ্টারের মধ্যে একটি দূর্ঘটনাকবলিত হলেও বাকি দুটি নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন