শুক্রবার, ১০ মে, ২০২৪

লোকসভা ভোটের আগে বড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল , শুক্রবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি।।

Arbind kejriwal

 

লোকসভা ভোটের আগে বড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

 শুক্রবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। আগামী পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী। 


 আগামী ২৫ মে নির্বাচন দিল্লির সাতটি লোকসভা আসনে। তার আগে জামিনে মুক্তি পাওয়ায় দলের হয়ে প্রচার করতে আর কোনও বাধা রইল না আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। তিন সপ্তাহের জন্য তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে ২ জুন আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।


 দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তারপর আদালতে তোলা হলে তাঁকে তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল।



শুক্রবার সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী তাঁকে পাঁচ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়ার আবেদন জানান। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়ে ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করে জেলে ফিরে যাওয়ার নির্দেশ দেয় আদালত। 

আরও জানুনঃ-কলকাতা হাইকোর্টেরএকাধিক নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট , যার জেরে এখনই চাকরি যাচ্ছে না ২০১৬-র এসএসসির ২৫ হাজার ৭৫৩ জনের


আজ সর্বোচ্চ আদালতে নির্বাচন গ্রাউন্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। 

আবার এই ধরনের কোনও পথ নেই বলে আদালতে সওয়াল করে আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবীরা। এর জবাবে সুপ্রিম কোর্ট ইডিকে জানায়, কেজরিওয়ালকে ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হলে খুব একটা কিছু তফাত হবে না। 


আদালতে জামিনের আবেদনের শুনানির সময় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেরি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। তারা জানতে চায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২০২২ সালের আগস্ট মাসে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করলে কেন এই বছরের মার্চে গ্রেফতার করা হয়েছে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন