ম্যাগি খাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ১০ বছরের শিশু। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট জেলায়।
ওই পরিবারের আরও ছয়জন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, খাবারের বিষক্রিয়া থেকেই ওই একরত্তি শিশুর মৃত্যু হয়েছে ।
উত্তরপ্রদেশের পিলিভিট জেলার রাহুলনগর এলাকায় ঘটে এই ঘটনা, সেখানকার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের অন্যান্য আক্রান্ত ব্যক্তিদের। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ভাত খাওয়ার পর ম্যাগি খেয়েছিলেন পরিবারের সদস্যরা। তার থেকেই বিষক্রিয়া হয়েছে বলে ধারণা।
ঠিক কী ঘটেছিল ওই পরিবারের সাথে ?
একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ১০ বছরের ছেলেটি রাতে ম্যাগি খায়। কিন্তু ম্যাগি থেকেই বিষক্রিয়া হয়েছে কি না তা জানা যায়নি। কারণ রাতে ভাত খেয়েছিল সে। এর পর ম্যাগিটি খায়। সঙ্গে সঙ্গেই শরীর খারাপ লাগতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। খাবারের বিষক্রিয়াই সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে। কারণ একই খাবার খেয়েছিলেন পরিবারের বাকি সদস্যরাও। তাদেরও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মোট ছয়জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাদের অবস্তা অনেক গুরুতর।
প্রাথমিক অবস্থায় রাহুলনগরের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ছয়জনকে। কিন্তু সেখানে অবস্থার উন্নতি হয়নি। বরং স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে সকলের। তখন তাদের সেখান থেকে বার করে সিএইচসি পুরাণপুর এলাকার কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি কিছুদিন আগের ঘটনা। হাসপাতালে ওই পরিবার বর্তমানে ভর্তি। সেখান থেকেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে একটি খাটের মধ্যে দুজন রোগীর চিকিৎসা চলছে। অন্য বেডে আরেকজন তরুণী শুয়ে রয়েছেন। প্রত্যেকের হাতেই একটি করে স্য়ালাইনের নল লাগানো। অর্থাৎ চিকিৎসা চলছে তাঁদের।
আরও জানুনঃ-আইপিএলে শোরগোল পড়ে গেল রবীন্দ্র জাডেজার উইকেট ঘিরে,কোন নিয়মে আউট হলেন জাডেজা, যা নিয়ে এত বিতর্ক?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন