ভারতের হয়ে ১৫টি বিশ ওভারের ম্যাচে ১৭৬.২৪ স্ট্রাইক রেটে ৩৫৬ রান। ৮৯-র গড়। তা সত্ত্বেও টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দলে জায়গা পাননি রিঙ্কু সিংহ (Rinku Singh)। এই নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে শোরগোল। সেই রিঙ্কুর সঙ্গেই ওয়াংখেড়েতে বৃহস্পতিবার, ২ মে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল রোহিত শর্মাকে
দু'য়েক আগেই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করেছিলেন অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। সেই দলে যে দুই তারকার বাদ পড়া নিয়ে সবচেয়ে বেশি শোরগোল পড়ে তাঁরা হলেন কেএল রাহুল এবং রিঙ্কু সিংহ । এবার এই দুই তারকার বাদ পড়া নিয়ে মুখ খুললেন আগরকর।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিশ্বকাপ দল নিয়ে কথা বলতে গিয়ে রাহুল এবং রিঙ্কুর বাদ পড়া নিয়ে মুখ খোলেন আগরকর।
রাহুলের ক্ষেত্রে মিডল অর্ডারে অন্যান্য বিকল্প থাকাটা তাঁর বাদ পড়ার মূল কারণ বলে জানান নির্বাচকপ্রধান। তিনি বলেন, 'রাহুল তো আইপিএলে ওপেন করছে। আমরা মূলত মিডল অর্ডারে ব্যাটিং বিকল্প খুঁজছিলাম।
তাই সেক্ষেত্রে পন্থ ও স্য়ামসন অধিক যোগ্য বলে আমাদের মনে হয়েছে। স্যামসন তো যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। বিষয়টা কে বেশি ভাল, সেই বিচার করে করা হয়নি। দল নির্বাচিত হয়েছে আমাদের কী প্রয়োজন সেই অনুযায়ী।'
রিঙ্কুর প্রসঙ্গে আগরকরের বক্তব্য :
,এটা সম্ভবত আমাদের নেওয়া সবথেকে কঠিন সিদ্ধান্ত। ও ভুল কিচ্ছু করেনি। গিলের ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য। দিনের শেষে তো আমরা ১৫ জনকেই দলে নিতে পারি। আমরা রিস্ট স্পিনারদের দলে রাখতে চেয়েছিলাম। কুলদীপ ও চাহালকে তাই দলে নেওয়া হয়। অক্ষর পটেল অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছেন এবং বাকি দুইজন কিপার।'
ভারতের ১৫ জনের বিশ্বকাপ দলে এক দুইজন, চার চারজন স্পিনার রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা জানান চারজন স্পিনারকে দলে নেওয়ার সিদ্ধান্তটা তাঁরই। 'আমি দলে চারজন স্পিনারকে রাখতে চেয়েছিলাম। ম্যাচগুলিতে সকাল ১০-১০.৩০টায় শুরু হবে।
চারজন স্পিনার নেওয়ার পিছনে টেকনিকাল কিছু কারণ রয়েছে। বিশ্বকাপের সময় সেই নিয়ে কথা বলা যাবে। দলে তিনজন ফাস্ট বোলারের সঙ্গে চতুর্থ ফাস্ট বোলার হিসাবে হার্দিক তো আছেই। এতে দলের ভারসাম্যটা ঠিক থাকে। জাডেজা এবং অক্ষর, আমাদের দুই স্পিনারই ব্যাট করতে পারে। প্রতিপক্ষ বুঝে তাই আমরা দল নির্বাচন করব।' জানান রোহিত।
বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচ খেলতে মায়ানগরীতে কেকেআর দল। শুক্রবারের সেই ম্য়াচের আগে ওয়াংখেড়েতে জোরকদমে বৃহস্পতিবার অনুশীলন সারল রিঙ্কুসহ গোটা কেকেআর দল। অনুশীলন করেন মুম্বই ইন্ডিয়ান্স তারকারাও। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপের দল সংক্রান্ত সাংবাদিক বৈঠক সারতে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে বৈঠক সেরেই রোহিত ওয়াংখেড়ের উদ্দেশে রওনা দেন। মাঠে বাকি নাইট তারকাদের সঙ্গে কথা তো বলেনই, তবে ভারতীয় অধিনায়ক রোহিতকে দীর্ঘক্ষণ রিঙ্কুর সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই ঘটনার ভিডিও শেয়ারও করা হয়।
কেএল রাহুলের বাদ পড়ার প্রসঙ্গে আগরকরের যুক্তি, 'রাহুল তো আইপিএলে ওপেন করছে। আমরা মূলত মিডল অর্ডারে ব্যাটিং বিকল্প খুঁজছিলাম। তাই সেক্ষেত্রে পন্থ ও স্য়ামসন অধিক যোগ্য বলে আমাদের মনে হয়েছে। স্যামসন তো যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। বিষয়টা কে বেশি ভাল, সেই বিচার করে করা হয়নি। দল নির্বাচিত হয়েছে আমাদের কী প্রয়োজন সেই অনুযায়ী।'
ভারতীয় নির্বাচকদের এই সিদ্ধান্ত কতটা সঠিক তা সময়ই বলবে। ১ জুন থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এক দশকের অধিক সময়ের আইসিসি ট্রফি জয়ের খরা কাটে কি না, সেটাই দেখার বিষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন