কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ। শহরে গত ৭দিনে আক্রান্ত হয়েছেন ৫ জন।
আক্রান্তরা সবাই অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মার্চ মাস থেকে মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোভিড সংক্রমণ। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
তবে কি করোনা আক্রান্তের সংখ্যা আবার অ বারতে পারে ভারতে??
ফের করোনা সংক্রমণের হদিশ:। করোনার নতুন উপ প্রজাতি KP টু'এর প্রকোপ বিশ্বজুড়ে বাড়ছে । আর এরই মাঝে ফের আশঙ্কার খবর। কলকাতায় ফিরল করোনার আতঙ্কো।
মহানগরে ৭ দিনে ৫ জন করোনা আক্রান্তের খবর মিলেছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তরা সকলেই কলকাতারই বাসিন্দা। তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রুটিনমাফিক কোভিড পরীক্ষায় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। এখন সবাই কেই হাস্পাতালে রাখা হইচে।
জানা গিয়েছে, ৯ মে থেকে ১৫ মে-র মধ্যে ৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে।
রিপোর্ট নেগেটিভ আসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দু'জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
আরও জানুনঃ-করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা পৃথিবীতে।এঁরা সবাই কি করোনার নতুন উপপ্রজাতি KP পয়েন্ট টুয়ে সংক্রমিত হয়েছেন?
=>বিশেষজ্ঞরা বলছেন, জিনোম সিকোয়েন্সিং করলে বিষয়টি স্পষ্ট হবে।
গত বছরই WHO কোভিড -19 কে আর জনস্বাস্থ্যে জরুরি অবস্থা বলছে না। কিন্তু পিছু ছাড়ছে না ভাইরাসের আতঙ্ক।
এবছরের শুরুতেও একইভাবে ভয় ধরিয়েছিল করোনা। একসঙ্গে ৮টি জেএন ডট ওয়ান উপপ্রজাতির হদিশ মিলেছিল বাংলায়।
রাজ্য থেকে করোনা আক্রান্তদের যে নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিকসে পাঠানো হয়েছিল, তাতে একটি ব্যাচেই একসঙ্গে ৮টি জেএন ডট ওয়ান উপপ্রজাতির উপস্থিতি মেলে।
এদিকে করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা পৃথিবীতে।
সেই আবহেই আরও বিপাকে ব্রিটিশ-সুইডিশ টিকা প্রস্তুতকারী সংস্থা AstraZeneca. তাদের তৈরি করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে আরও একটি রোগের নাম সামনে এল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন