খেলার খবরঃ
ম্যাচশেষে লখনউ অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়াঙ্কাকে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। এরপরেই রাহুলের লখনউ ছাড়ার জল্পনা কল্পনা শুরু হয়েছে।
গোয়েঙ্কা ও রাহুল ঠিক কী নিয়ে কথা বলছিলেন, তা জানা না গেলেও, তাঁকে যে একপেশে হারের জন্য তুলোধনা করছিলেন কর্ণধার গোয়েঙ্কা, তা মোটামুটি স্পষ্ট। এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।
নেটিজেন থেকে বিশেষজ্ঞ, সকলেই গোয়াঙ্কার মাঠের মাঝে এহেন আচরণে ক্ষুব্ধ। এই ঘটনার পরেই রাহল অধিনায়কত্ব ছাড়বেন বলে জোর জল্পনা শুরু হয়। এমনকী তিনি মরশুম শেষে দল ছাড়বেন বলেও জলঘোলা শুরু হয়েছে। কিন্তু এ নিয়ে রাহুলের কোনো মন্তব্য শোনা যাই নি।
তবে যতই জল্পনা শোনা যাক, টুর্নামেন্টের পরের ম্যাচগুলিতেও রাহুলই নেতৃত্ব থাকবেন বলে লখনউয়ের অন্দরমহল থেকে জানা গেছে। , রাহুলের নেতৃত্ব ছাড়ার জল্পনা শোনা গেলেও, 'দলের কর্ণধার এবং দলের ক্রিকেটারদের মধ্য সবকিছু ঠিকঠাকই রয়েছে।' এটা জানা যাই
২০২২ সালে পাঞ্জাব কিংসকে ছেড়ে তৎকালীন রেকর্ড ১৭ কোটি টাকায় লখনউয়ে যোগ দিয়েছিলেন রাহুল।রাহুল নেতৃত্ব না ছাড়বেন কি না, তা দিনকয়েকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তবে তিনি যে এ মরশুমের পর আর লখনউ জার্সি পরে মাঠে নামবেন তা কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তবে এ মরশুমই তাঁর লখনউ জার্সিতে শেষ মরশুম হতে চলেছে বলে।
২০২৫ সালের আইপিএল মরশুমের আগে যে মেগা নিলামের আয়োজন হবে, তা আইপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান অরুণ ধুমাল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। সেই মেগা নিলামের আগে রাহুলকে লখনউ ফ্র্যাঞ্চাইজি রিটেন করবে না বলেই রিপোর্টে জানানো হয়েছে। এই জল্পনা কি সত্যি হবে? সময়ই দেবে জবাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন