বুধবার, ১ মে, ২০২৪

ভারতীয় নির্বাচকরা কি করে রিঙ্কুকে বাদ দিয়ে চারজন স্পিনার রেখে দল গঠন করলেন প্রশ্ন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের।।

Rinku Singh

 


সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে  ৩০ এপ্রিলই ভারতীয় নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের  জন্য ১৫ জনের ভারতীয় দল  ঘোষণা করে দিলেন। সেই দল থেকে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন কেএল রাহুল। প্রাথমিক ১৫ জনের দলে নাম নেই রিঙ্কু সিংহেরও । এরপরেই সরব সোশ্যাল মিডিয়া।


 রিঙ্কু গত মরশুমে আইপিএলে কেকেআরের জার্সিতে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। চারটি অর্ধশতরানও ছিল তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৫ ম্য়চ খেলে ৩৫৬ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সাতবার নট আউট ছিলেন তাঁর মধ্যে। স্ট্রাইক রেট ১৭৬.২৩। তবে শ্রীকান্ত ভাবতে না পারলেও রিঙ্কুকে কেবল স্ট্যান্ড বাইতেই রাখা হয়েছে। প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি তিনি।


নির্বাচকমণ্ডলীর এই সিদ্ধান্তই মানতে পারছেন না অনেক সমর্থক। সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও। ইরফান পাঠান যেমন লিখেইছেন, 'সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের হয়ে রিঙ্কুর পারফরম্যান্সকে এমনভাবে অবহেলা করা উচিত হয়নি।' অনেকে তো আবার বিশ্বকাপ মরশুমে কেকেআর চলতি আইপিএলে রিঙ্কুকে নিজের প্রতিভা মেলে ধরার যথেষ্ট সুযোগ দেয়নি বলেও অভিযোগ করেছেন।


 কোন যুক্তিতে দলে চারজন স্পিনার রেখে রিঙ্কুকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে, জোরালভাবে সেই প্রশ্নও তোলা হচ্ছে। বিশেষ করে দলে বাঁহাতি স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা থাকা সত্ত্বেও অক্ষর পটেলকে কেন রাখা হল, কী কারণে সেই জায়গায় রাখা হল না রিঙ্কুকে, তা নিয়ে তোলপাড় চলছে।


আর এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারকে আগলে রাখার দায়িত্ব নিয়েছেন আর কেউ নন, স্বয়ং কিংগ খান। কেকেআর মালিক শাহরুখ খান  রিঙ্কুকে মানসিকভাবে তরতাজা রাখার চেষ্টা করছেন। আইপিএল চলছে পুরোদমে। প্লে অফে ওঠার লড়াইয়ে রয়েছে কেকেআর। যেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করা হল, সেদিনই কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা উড়ে গেলেন মুম্বইয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন