রবিবার, 26শে মে নাইট রাইডার্স ইতিহাসে তৃতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্যাট কামিন্সের দলকে 113 রানে আউট করে এবং 57 বল ও 8 উইকেট বাকি থাকতেই লক্ষ্য তাড়া করে কেকেআর সানরাইজার্সকে সবচেয়ে একতরফা আইপিএল ফাইনালে জলের বাইরে উড়িয়ে দেয়।
কেকেআর-এর সর্বাত্মক প্রভাবশালী পারফরম্যান্সে আইপিএল 2024-এর ফাইনাল খেলা ওভারের সংখ্যার দিক থেকে টুর্নামেন্টে খেলা সংক্ষিপ্ততম শিরোপা ম্যাচ হয়ে ওঠে।
রবিবার ডগআউটে থাকা গৌতম গম্ভীরের (2012 এবং 2014) পর কেকেআরের দ্বিতীয় অধিনায়ক হিসেবে আইপিএল খেতাব জিতলেন শ্রেয়স আইয়ার।
রবিবার আইপিএল ফাইনালের ত্রিসীমানায় ছিল না সিএসকে। তবু চিপক ভরে গিয়েছিল কানায় কানায়। যদিও উপচে পড়া গ্যালারি হয়তো কল্পনাও করতে পারেনি যে, এত একপেশে এক ফাইনালের সাক্ষী থাকতে হবে।
কাটল নাইটদের দশ বছরের ট্রফি খরা। যে মাঠে ১২ বছর আগে গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথমবার আইপিএল জেতার স্বাদ পেয়েছিল কেকেআর, সেই মাঠেই এল তৃতীয় খেতাব।
সেই গম্ভীর এখন নাইটদের মেন্টর। আর দায়িত্ব নিয়েই দলকে তৃতীয় ট্রফি দিলেন গুরু গম্ভীর। চিপকে ম্যাচ এতটাই একপেশে হয়ে পড়ল যে, প্রথমার্ধেই লেখা হয়ে গেল দেওয়াল। ২০১৪ সালে শেষ যেবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের ঋদ্ধিমান সাহা করেছিলেন ১১৫ রান। এদিন সানরাইজার্স হায়দরাবাদ গোটা দল মিলে তুলল ১১৩।
ম্যাচের প্রথমার্ধে ছিল নাইট বোলারদের দাপট। কাকে ছেড়ে কার কথা লেখা হবে? আইপিএলের সবচেয়ে দামি বোলার মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামের বোলার প্রথম দু'ম্যাচে খরচ করেছিলেন ১০০ রান।
তারপর থেকে চলছিল তাঁর মুণ্ডপাত। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে, জ্বলে উঠেছেন স্টার্ক। তাঁর স্বপ্নের ডেলিভারিতে শুরুতেই বোল্ড অভিষেক শর্মা। পরের ওভারে ট্র্যাভিস হেডকে তুলে নিলেন বৈভব অরোরা।
২ ওভারের মধ্যে মাত্র ৬ রানে ট্র্যাভিষেক জুটির সমাপ্তি। সেই ধাক্কা গোটা ইনিংসেও আর কাটিয়ে উঠতে পারল না হায়দরাবাদ। ১৮.৩ ওভারে শেষ হয়ে গেল হায়দরাবাদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই নারাইনকে হারিয়েছিল কেকেআর। কামিন্সের বলে ফিরে যান ক্যারিবিয়ান ক্রিকেটার।
তবে বেঙ্কটেশ আইয়ার ও রহমানউল্লাহ গুরবাজ় নাইট ইনিংসে আর কোনও ধাক্কা লাগতে দেননি। ২৬ বলে অপরাজিত ৫২ রানের দুরন্ত ইনিংস খেললেন বেঙ্কি। গুরবাজ় ৩২ বলে ৩৯ রান করে ফিরলেন। ততক্ষণে অবশ্য ম্যাচ কার্যত শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন