মঙ্গলবার, ২১ মে, ২০২৪

কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ প্রথম কোয়ালিফায়ারে বারবার থাবা বসাচ্ছে বৃষ্টি, বৃষ্টির জন্য খেলা না হলে দেখে নিন কী রয়েছে নিয়ম-


 


যতই আধুনিক প্রযুক্তি আসুক না কেন প্রকৃতির মারকে আটকাতে পারেনি কিছুই। তাই কোটি টাকা টুর্নামেন্ট IPL-এ বারবার থাবা বসাচ্ছে বৃষ্টি। এদিন রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচে একটাও বল খেলা হল না বৃষ্টির জন্য।


 সাড়ে ১০টা নাগাদ টস হলেও খেলা শুরুর তিন মিনিট আগে বৃষ্টি শুরু হয়, যার ফলে বাতিল ঘোষণা করতে হয় ম্যাচ। এবার প্লেঅফের ম্যাচগুলোতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। কী হবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে?


IPL-এর গ্রুপস্তরের খেলা শেষ। এবার শুরু হবে কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ার খেলবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।


 এদিন পঞ্জাব কিংসকে চার উইকেটে হারিয়ে সানরাইজার্স কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার খেলাটা নিশ্চিত করেছে। অন্যদিকে এলিমিনেটর খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। তবে এই প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। কী হবে ম্যাচ দুটোতে বৃষ্টি হলে?




প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যথাক্রমে ২১ ও ২২ তারিখে হবে দুটো ম্যাচ। আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই দুটো দিনেই অহমেদাবাদে হবে বৃষ্টি। অতীতে এই শহরে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে গুজরাট ও কলকাতার ম্যাচ। 




কলকাতা নাইট রাইডার্স খেলতে নামা মানে বৃষ্টি থাবা বসাবে ম্যাচে। এই নিয়ে তাদের দুটো ম্যাচ বৃষ্টির জন্য খেলা হল না। একবার বৃষ্টির জন্য তারা কলাকাতায় নামতে পারেনি। এবার প্রথম কোয়ালিফায়ারে বৃষ্টি হলে ফের কি ম্যাচ বাতিল হবে? 

এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে। দেখে নিন কী রয়েছে নিয়ম-



প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরে যদি বৃষ্টি হয় তাহলে একদিন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। সেটা হচ্ছে ২৩ তারিখ। অর্থাৎ, ২১ এবং ২২ দুটো দিন বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে ২৩ তারিখ সেই দুটো ম্যাচ খেলা হবে। আর যদি একটা ম্যাচ ভেস্তে যায় তাহলেও সেটা ২৩ তারিখে খেলা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন