আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছে খেতাব রক্ষার লড়াই। অভিযান শুরুর আগে গতবারের চ্যাম্পিয়নরা নতুন জার্সি উন্মোচন করল। যে জার্সির বুকে কেকেআরের লোগোর ওপরে রয়েছে তিন তারা। কেকেআরের তিনবার আইপিএল জয়ের স্মারক হিসাবে।সেই অজিঙ্ক রাহানেকেই অধিনায়ক করে চমক দিল শাহরুখ খান, জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স । সোমবার দুপুরে ঘোষণা করে দেওয়া হল, আসন্ন আইপিএলে রাহানেই নাইটদের সেনাপতি।
ব্যাটার হিসাবে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন না কেউই। কিন্তু টি-২০ ক্রিকেটের পক্ষে তিনি কতটা উপযোগী, তা নিয়ে অনেকেই সংশয়ে।
আরও জানুন ঃ- স্পিনদের জাদুতে জব্দ ভারতিও বিপক্ষ , অপরাজিত থেকেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব শেষ করল ভারতীয় দল।
তার ওপর তিনি আন্তর্জাতিক মঞ্চে গত এক দশকে সেভাবে খেলেননি। ভারতের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন দীর্ঘ ৯ বছর আগে। ২০১৬ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরিত্যক্ত হয়ে যাওয়া সেই ম্যাচে অপরাজিত ৪ রান করেছিলেন। কোনও কোনও মহল থেকে কেকেআরের সিদ্ধান্তকে সমর্থন করা হচ্ছে। বলা হচ্ছে, রাহানেই এই মুহূর্তে কেকেআরকে নেতৃত্ব দেওয়ার সেরা লোক। বলা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের মতো শক্তিশালী দলকে নেতৃত্ব দেন রাহানে। তাঁর অভিজ্ঞতা দলের সম্পদ হতে পারে।
যদিও, বিরুদ্ধ মতও রয়েছে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, রাহানের এখন বয়স ৩৬ বছর। এমন কাউকে অধিনায়ক করা উচিত ছিল যাঁকে অন্তত আগামী বছর ৩-৪ ভরসা করা যায়। রাহানে কতদিন খেলা চালিয়ে যাবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন। বেঙ্কটেশ আইয়ারকে সহ অধিনায়ক করা হয়েছে দলের।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ১০ বছরের খরা কাটিয়ে জিতেছিল ট্রফি। ২০১৪ সালের পর ফের আইপিএল ট্রফি এসেছিল নাইট শিবিরে।
আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। সহ অধিনায়ক করা হল দলের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারকে।