মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন কে ?? জানুন



আগামী আইপিএলে  কলকাতা নাইট রাইডার্সের  কাছে খেতাব রক্ষার লড়াই। অভিযান শুরুর আগে গতবারের চ্যাম্পিয়নরা নতুন জার্সি উন্মোচন করল। যে জার্সির বুকে কেকেআরের লোগোর ওপরে রয়েছে তিন তারা। কেকেআরের তিনবার আইপিএল জয়ের স্মারক হিসাবে।সেই অজিঙ্ক রাহানেকেই  অধিনায়ক করে চমক দিল শাহরুখ খান, জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স । সোমবার দুপুরে ঘোষণা করে দেওয়া হল, আসন্ন আইপিএলে রাহানেই নাইটদের সেনাপতি।


 ব্যাটার হিসাবে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন না কেউই। কিন্তু টি-২০ ক্রিকেটের পক্ষে তিনি কতটা উপযোগী, তা নিয়ে অনেকেই সংশয়ে।


আরও জানুন ঃ- স্পিনদের জাদুতে জব্দ ভারতিও বিপক্ষ , অপরাজিত থেকেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব শেষ করল ভারতীয় দল।

তার ওপর তিনি আন্তর্জাতিক মঞ্চে গত এক দশকে সেভাবে খেলেননি। ভারতের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন দীর্ঘ ৯ বছর আগে। ২০১৬ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরিত্যক্ত হয়ে যাওয়া সেই ম্যাচে অপরাজিত ৪ রান করেছিলেন। কোনও কোনও মহল থেকে কেকেআরের সিদ্ধান্তকে সমর্থন করা হচ্ছে। বলা হচ্ছে, রাহানেই এই মুহূর্তে কেকেআরকে নেতৃত্ব দেওয়ার সেরা লোক। বলা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের মতো শক্তিশালী দলকে নেতৃত্ব দেন রাহানে। তাঁর অভিজ্ঞতা দলের সম্পদ হতে পারে।



যদিও, বিরুদ্ধ মতও রয়েছে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, রাহানের এখন বয়স ৩৬ বছর। এমন কাউকে অধিনায়ক করা উচিত ছিল যাঁকে অন্তত আগামী বছর ৩-৪ ভরসা করা যায়। রাহানে কতদিন খেলা চালিয়ে যাবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন। বেঙ্কটেশ আইয়ারকে সহ অধিনায়ক করা হয়েছে দলের।


শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ১০ বছরের খরা কাটিয়ে জিতেছিল ট্রফি। ২০১৪ সালের পর ফের আইপিএল ট্রফি এসেছিল নাইট শিবিরে।

আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। সহ অধিনায়ক করা হল দলের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারকে।

সোমবার, ৩ মার্চ, ২০২৫

স্পিনদের জাদুতে জব্দ ভারতিও বিপক্ষ , অপরাজিত থেকেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব শেষ করল ভারতীয় দল।

india vs nezeland

 

স্পিনদের জাদুতে জব্দ ভারতিও বিপক্ষ  ,  অপরাজিত থেকেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির  গ্রুপপর্ব শেষ করল ভারতীয় দল।

২৫০ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। তবে ভারতীয় দলের স্পিনভেল্কিতে ২০৫ রানেই অল আউট হয়ে গেল নিউজ়িল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনে তিন করে সেমিফাইনালে মাঠে নামবে ভারত।  এই ম্যাচে চার ভারতীয় স্পিনার মোট নয় উইকেট নিলেন।

 একটি মাত্র উইকেট পান হার্দিক পাণ্ড্য। অপরাজিত থেকেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির  গ্রুপপর্ব শেষ করল ভারতীয় দল।

আরও জানুন ঃ-আফগান তরুণের বুধবার ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন।

অল্প রানের পুঁজি নিয়ে মাঠে নামা ভারতীয় দলের শুরুতেই উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। ১৭ রানে কিউয়িদের ওপেনিং পার্টনারশিপ ভেঙে টিম ইন্ডিয়াকে প্রথম সাফল্য এনে দেন হার্দিক পাণ্ড্য। এরপর শুরু হয় বরুণ-শো। ম্যাচে তাঁর প্রথম শিকার উইল ইয়ং।

ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামসন কিউয়ি ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে তাঁদের ৪৪ রানের পার্টনারশিপের পরেই নিরন্তর ব্যবধানে উইকেট হারাচে থাকে নিউজ়িল্যান্ড।


ভারতীয় দলই প্রথম দল যাদের দুই বোলার এক চ্যাম্পিয়ন্স ট্রফির পর্বে পাঁচ উইকেট নিলেন।

তবে বরুণের আগে ম্যাট হেনরি পাঁচটি উইকেট নিয়েছিলেন। এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও বোলার পাঁচ উইকেট নিয়েও তাঁর দলকে জেতাতে পারলেন না। এই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচে দুই বোলার পাঁচ উইকেট নিলেন।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

আফগান তরুণের বুধবার ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন।


 
আফগান তরুণের বুধবার ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন। 

গোড়ালির চোটের জন্য তাঁর দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। বাধ্য হয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। নিজের পায়ে দাঁড়াতে লড়াই করতে হয়েছে। এমনকী, ক্রাচ নিয়েও হেঁটেছেন দীর্ঘদিন। তাঁর ক্রাচ নিয়ে হাঁটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন।

৬ মাসের বেশি সময় ওয়ান ডে ক্রিকেট খেলেননি জাদ্রান। দিন কয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা গিয়েছিল ইব্রাহিম জাদ্রানের রিহ্যাবের।

আফগান তরুণ বুধবার ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন। ইংরেজদের বিরুদ্ধে ১২টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। জাদ্রানের জন্যই আফগানিস্তান ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ৩২৫ রান করে। জবাবে ৩১৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।




ম্যাচের সেরা হওয়ার পর কাকে সাফল্য উৎসর্গ করলেন জাদ্রান? 


ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন আফগান তারকা। সেখানে তিনি সাফল্য উৎসর্গ করেন দেশবাসীকে। জাদ্রান লিখেছেন, 'বিশেষ একটা জয়। খেলা থেকে এত মাস দূরে থাকা আমার কাছে কঠিনতম চ্যালেঞ্জ ছিল।

 কিন্তু আমি আপনাদের সকলকে কথা দিয়েছিলাম যে, আরও শক্তিশালী হয়ে, আরও খিদে নিয়ে, আরও দৃঢ়সংকল্প হয়ে ফিরব। সেই পথেই এক পা বাড়ালাম আজ।'

প্রথম আফগান ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন জাদ্রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের কীর্তি গড়েছিলেন বেন ডাকেট। চলতি টুর্নামেন্টেই। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাকেটের ১৬৫ রানের রেকর্ড অবশ্য ভেঙে গেল এক সপ্তাহের মধ্যে। ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের জার্সি গায়ে সর্বোচ্চ ১৬২ রান ছাপিয়ে এবার ১৭৭ করলেন জাদ্রান।

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

২৬ হাজারের ঘরে উঠবে নিফটি সূচক, ভরসা জোগাচ্ছে ব্রোকারেজ হাউজ।।


২৬ হাজারের ঘরে উঠবে নিফটি সূচক, ভরসা জোগাচ্ছে ব্রোকারেজ হাউজ।।   

বিগত ৫ মাস ধরে পতন অব্যাহত ভারতের শেয়ার বাজারে। এই ধস যেন থামতেই চাইছে না। বিনিয়োগকারীদের সম্পদ নিঃশেষ হয়ে গিয়েছে বাজারে। আশঙ্কার মধ্যে রয়েছেন সকলেই। 

তবে এই কঠিন সময়েও আন্তর্জাতিক ব্রোকারেজ হাউজ সিটি জানিয়েছে যে নিফটি ৫০ আবার এই বছরের মধ্যেই ২৬ হাজারের স্তরে উঠে আসবে। ফলে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য ভাল খবর দিল এই ব্রোকারেজ সংস্থা। 

এই ব্রোকারেজ ফার্ম ভারতের উপর তার আউটলুক আপগ্রেড করে 'নিউট্রাল' থেকে 'ওভারওয়েট' করে দিয়েছে। এর কারণ হল ভারতীয় শেয়ার বাজার আকর্ষণীয় ভ্যালুয়েশনে রয়েছে এবং বাজারের অর্থনীতিতে সংশোধনী এসেছে। সিটি ব্রোকারেজ ফার্ম ভারতীয় শেয়ার বাজারে যে ফের দৌড় শুরু হবে তার বেশ কিছু কারণ জানিয়েছে।


আরও জানুনঃ এই স্টকগুলি কেনা থাকলে মুনাফার ইঙ্গিত রয়েছে। দেখুন এই লিনঙ্কে ।।



 দেশের সমৃদ্ধি সূচককে বাড়ানোর জন্য পরিকাঠামো খাতে নিরন্তর খরচ করে চলেছে। সাম্প্রতিক মুদ্রানীতির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে, আগামী বৈঠকে এই রেপো রেট আরও কমতে পারে বলে জানানো হয়েছে। এমনকী আগামীতে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে এই ব্রোকারেজ ফার্ম।

মার্কিন কর আরোপের হুমকির আবহে আভ্যন্তরীণ বেশ কিছু কারণে ভারতের অর্থনীতি এখন সঙ্কটের মুখে আর তাই এখন বাজারে ক্রমাগত সেল অফ দেখা যাচ্ছে, অনিশ্চয়তার মুখে রয়েছে বাজার। 

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বোচ্চ ১২ লক্ষ টাকা বার্ষিক বেতন পেতে পারেন, ICICI Bank এর নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ।।

ICICI bank news

 

সর্বোচ্চ ১২ লক্ষ টাকা বার্ষিক বেতন পেতে পারেন, ICICI Bank এর নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ।। 

ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য সুখবর। এই বেসরকারি ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। অনেকগুলি আসনে নিয়োগ করা হবে এবং নির্বাচিত প্রার্থীরা সর্বোচ্চ ১২ লক্ষ টাকা বার্ষিক বেতন পেতে পারেন। আইসিআইসিআই ব্যাঙ্কের পক্ষ থেকে রিলেশনশিপ ম্যানেজারের  জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মোট শূন্যপদের সংখ্যা ৫১৮।

তবে আইসিআইসিআই ব্যাঙ্কের এই চাকরির নিয়োগস্থল রয়েছে মধ্যপ্রদেশে। যে সমস্ত প্রার্থীর এমবিএ ডিগ্রি রয়েছে কিংবা স্নাতক ডিগ্রি রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারেন। এর পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরে ১ থেকে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর ক্ষেত্রে।



আরও জানুন ঃএই স্টকগুলি কেনা থাকলে মুনাফার ইঙ্গিত রয়েছে। দেখুন এই লিনঙ্কে ।।

এই চাকরির জন্য মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় এই ব্যাঙ্কের শাখায় নিয়োগ করা হবে রিলেশনশিপ ম্যানেজার। জবলপুর, ছিন্দওয়ারা, নরসিংহপুর, রটলাম, গুণা, উজ্জয়িনী, হোসংঘবাদ, বিদিশা, সাতনা, বুন্দেলখণ্ড ইত্যাদি জায়গায় হবে এই চাকরি। তবে কতগুলি শূন্যপদ রয়েছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। 

সময় সীমা

 ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তা চালু থাকবে ১১ মার্চ পর্যন্ত।


কিছুদিন আগেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ম্যানেজার-সহ একাধিক পদের জন্য নিয়োগ করা হবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

এই স্টকগুলি কেনা থাকলে মুনাফার ইঙ্গিত রয়েছে। দেখুন এই লিনঙ্কে ।।


stock market

 ক্রমাগত পতনের মুখ দেখে চলেছেন ভারতীয় বিনিয়োগকারীরা।

শেয়ার বাজারে হাহাকার নেমেছে। রাহুর গ্রাসে ভারতের বাজার, প্রত্যেকদিনই ধস নামছে। বলা হয়েছে পরপর শেয়ার বিক্রি করছেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে গত এক বছরে বাজারে  যে ব্যাপক হারে মুনাফা দিয়েছে, তাতে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১ লক্ষ কোটি টাকার মূলধন বাজার থেকে তুলে নিয়েছে। আর তাই এই পতন।





Multibagger Textile Stock: শেয়ার বাজারের অবস্থা এখন শোচনীয়। তবে এর মধ্যেও কিছু স্টকে ভাল মুনাফা দিচ্ছে। একটি স্টকে মাল্টিব্যাগার রিটার্ন এসেছে। ৬ বছর আগে এই স্টকে বিনিয়োগ থাকলে তা ৩১ গুণ হয়ে যেত।



এই স্টকগুলি কেনা থাকলে মুনাফার ইঙ্গিত রয়েছে।

1. Vedanta Limited
2. Torent Pharmaceuticals
3. Siemens
4. Wipro